অসহনীয় গরম এবং নিয়মিত লোডশেডিং, এই দুইয়ের মিশেলে অতিষ্ঠ সাভারের নয়ারহাট এ অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারের হলে অবস্থানকারী প্রায় আটশত শিক্ষার্থী।
নিটারে বর্তমানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল চলমান। এরই মাঝে প্রতিনিয়ত লোডশেডিং আর গরমে কষ্ট করছে ছাত্র-ছাত্রীরা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চলমান থাকায় অনেক শিক্ষার্থী গ্রীষ্মকালীন ছুটির দাবি করছে, আবার কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের প্রাতিষ্ঠানিক ভবনের পাশাপাশি আবাসিক হলগুলোতে জেনারেটর সুবিধার দাবি জানিয়েছেন পরীক্ষা চলমান এমন ব্যাচের শিক্ষার্থীরা। এদিকে রাতে স্টাডি রুম কিংবা লাইব্রেরি খোলা থাকলেও থাকে না বিদ্যুৎ। যার ফলস্রুতিতে স্টাডিরুম কিংবা লাইব্রেরির সঠিক ব্যাবহার করতে ব্যর্থ শিক্ষার্থীরা। ফলস্বরূপ অনেকেরই আশানুরূপ পরীক্ষা প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে। অসহনীয় গরমে পানিশূন্যতা থেকে বিভিন্ন গরমজনিত সমস্যায় ভুগছেন শিক্ষার্থীরা। যা পরীক্ষার মাঝে আরো বড় সমস্যার সৃষ্টি করছে।
নিটারের এই লোডশেডিং এর সমস্যা একটা বিশেষ রুটিন মেনে চলছে। রাতে তিন থেকে চারবার তাও অন্তত দেড় থেকে দু’ঘন্টা বিদ্যুতের আওতার বাইরে থাকে শিক্ষার্থীরা। আশেপাশের ইন্ডাস্ট্রিগুলো বিদ্যুৎ সুবিধা পেলেও বিদ্যুৎ বঞ্চিত হচ্ছেন ভবিষ্যতের প্রকৌশলীরা। এ বিষয়ে শিক্ষক এবং নিটার কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন নিটারিয়ানরা।