amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন মো: রাসেল সরকার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খান হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির আয়োজিত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাননীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,বাংলাদেশ ক্রেতা ভোক্তা ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ,দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ নূর হাকিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ,বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ,টি,এম মাহবুব উল আলম, দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ আবুল বাশার মজুমদার।

ফেমাস ইকো এগ্রো লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান ,জাতীয় সাংবাদিক সংস্থার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান মিলন প্রমুখ।

বিশেষ অনুসন্ধানের জন্য সম্মাননা পেয়েছেন মো: রাসেল সরকার, এসময় সম্মাননা তুলে দেন, হাবিবা রহমান খান শেফালী (এমপি), মাননীয় সংসদ সদস্য। মোঃ নূর হাকিম, সম্পাদক ও প্রকাশক- দৈনিক সকালের সময়। পিরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। লায়ন মোঃ নূর ইসলাম, সহ-সম্পাদক সকালের সময়। সরদার মোঃ আব্দুস সাত্তার, মোঃ আবুল বাশার মজুমদার, সহ-সম্পাদক সকালের সময়। চেয়ারম্যান- গণ অধিকার পার্টি (পিআরপি)। এ. টি. এম. মাহবুব উল আলম, অ্যাডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মো: রাসেল সরকার বলেন, সাংবাদিকদের সবকিছু জানতে হয়। অন্য বিষয়ের চেয়ে এই বিষয়ের পার্থক্য এখানেই। সাহসী সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। অনুসন্ধানী রিপোর্টের নতুন ধারা এখনো তৈরি হয়নি।

অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে অনেক হুমকির মুখে পড়তে হবে, তবুও কাজ করতে হবে। আপনাদের সততার সাথে কাজ করে যেতে হবে। আপনি যা লিখবেন তা যেন মানুষের জন্য হয়। একজন মানুষ যেন আপনার লেখা থেকে উপকৃত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।