যুবকদের আইডল 10মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিককের প্রতি নসীহত করে প্রফেসর শাইখ মোখতার আহমাদ স্যারের খোলা চিঠি!
নিম্নে হুবহু চিঠিটি প্রকাশ করা হলো:
আমাদের জানা মনে,
আপনি একজন স্মার্ট, পরিশীলিত, উচ্চ শিক্ষিত,
প্র্যাকটিসিং মুসলিম।
আপনার ব্যাপারে আমাদের সবারই ধারণা পজিটিভ।
আপনি বিভিন্ন আলোচনায় ইসলাম প্রাক্টিস করেন বলে বহুবার বলেছেন। তাছাড়া, আপনার উচ্চারণ, বাচনভঙ্গি ও আ্যটিটিউড সেই ইঙ্গিতই দেয়। সম্প্রতি মাসজিদে বিয়ের আকদের আয়োজন তারই প্রকৃষ্ট উদাহরণ।
আজ আপনি যাকে বিয়ে করেছেন গতকালও তিনি ছিলেন আপনার সহকর্মী। আজ তিনি আপনার ওয়াইফ, আপনার অর্ধেক দ্বীন, আপনার জীবনের পথ চলার সাথী, আলহামদুলিল্লাহ।
আপনি তাকে প্রত্যাশিতভাবেই অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছেন। মানুষের প্রত্যাশাও তাই ছিল। ইনশাআল্লাহ, আল্লাহ হয়তো আপনার জন্য উপযুক্তটাই নির্ধারণ করে দিয়েছেন।
আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো।
দোয়া রইলো আপনাদের জন্য।
আল্লাহ আপনাদের দাম্পত্যজীবনকে
বারাকাহপূর্ণ করুন, আমীন।
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير.
[অর্ধাঙ্গিনী]
গতকাল পর্যন্ত আপনার আজকের অর্ধাঙ্গিনীর
পর্দার খেলাফ যত আমল ছিলো,
সেগুলোর সব দায়ভার তাঁর নিজের,
এবং অভিভাবক হিসেবে তাঁর পিতা ও ভাইদের।
এখন তিনি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী হয়েছেন।
এমুহূর্তে তার পর্দার দায়ভার আপনার, এবং তার পর্দাহীন চলাফেরার পারলৌকিক দায় আপনাকে নিতে হবে। হাদিসের পরিভাষায় যাকে বলা হয়েছে দাইয়্যুস। রাসুল সাঃ বলেছেন, দাইয়্যুস কখনো জান্নাতে যাবে না।
তাঁর ব্যাপারে গতকাল পর্যন্ত আপনাকে
আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগতো না,
কিন্তু আজ..?
আজ তার পর্দাহীনতার গুনাহের দায়ভার
আপনাকেও নিতে হবে।
আপনি আপনার স্ত্রীকে ইসলামী ড্রেসকোডের মধ্যে রাখলে
তিনি মানুষের বদনজর থেকে বাঁচবেন,
আপনি বাঁচবেন গুনাহের দহন থেকে।
আর আপনারা হাজার হাজার যুবকের অনুপ্রেরণার বাতিঘর হওয়ায় আপনাদের অনুসরণে হাজার হাজার স্টুডেন্ট ইসলামী ড্রেসকোড পরিপালনে অনুপ্রাণিত হবে। আধুনিক যুগজামানা ও সামাজিক যোগাযোগমাধ্যম এর প্রেক্ষাপটে, হয়তো হাজারো আলেম ওয়াজ করে যতটুকু প্রভাব ফেলতে পারবেন, আপনারা এক দম্পতি মিলে সে কাজটি তার চেয়ে অনেক বেশী ও অনেক সহজে করতে পারতেন। পাশাপাশি সাদাকাহ জারিয়াহ এর বিশাল প্রাপ্তি আপনাদের একাউন্টে জমা হতো।
কতইনা উত্তম হতো, যদি এই কথাগুলো বোনটির কাছে,
ভাইটির কাছে পৌছাতো, যদি তারা এমনটি আমল করতেন। আমরাও মন ভরে দোয়া করতাম, এবং গর্ব করে বলতে পারতাম, উদাহারন হিসাবে দেখাতে পারতাম আমাদেরও প্রিয় একটি হিজাবী দম্পতি আছে।