চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ও সম্রাট নারুহিতোর সঙ্গে। সফরে কৃষি, মেট্টরেল, কাস্টমস, ডিফেন্স কো-অপারেশনসহ আটটি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে অংশ নেবেন ব্যবসায়ী সম্মেলনেও।
জাপান সফরে দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশি লাভবান হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার ঘোষণা আসার কথা রয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যাবেন। বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। ১ মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দেবেন।
জানা গেছে, জাপান সফরে প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে দিবেন নাগরিক সংবর্ধনা। প্রস্তুতি পর্বও প্রায় চূড়ান্ত। সফরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় চারজন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী।