amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘোষণা

মুক্তকণ্ঠ ডেস্ক:
অক্টোবর ২২, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

জনগণকে সমাবেশ যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর ওরা (হেফাজতে ইসলাম) এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।