কিছুদিন আগে বন্ধু হাবিব সোশ্যাল মিডিয়ায় “Ask me anything” লিখে একটা পোস্ট করে। তাকে প্যাচে ফেলানোর জন্যে আমিও ভাবি যে কি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না সে। তো হঠাৎ জানালা দিয়ে তাকাতেই মাথায় প্রশ্ন চলে আসলো। এবং সফলতার সহিত তাকে আমি আটকে দিয়েছিলাম। বিজয়ী বেশে পুরষ্কার গ্রহণ করা আমার দ্রুতই কল্পনার জগত থেকে বেরিয়ে আসা লাগলো যখন সে আমায় উত্তরটি দিতে বললো। আসলে উত্তরটা আমারো জানা ছিলো না। পরবর্তীতে অনেক খুজে একটা সঠিক সমাধান পেয়েছি। তো ভাবলাম এই চমৎকার জিনিসটা সবাইকেই জানানো দরকার। প্রশ্নটা ছিলো, “আকাশের ওজন কত?”
প্রথমে বন্ধু হাবিবের মতো আপনাদেরও মনে হতে পারে প্রশ্নটা সঠিক নয় কিংবা আমি ঠাট্টা করছি। কিন্তু না। আসলেও কিন্তু আকাশের ওজন রয়েছে। চলুন জেনে নেয়া যাক আকাশের ওজন সম্পর্কে।
প্রথমে চলুন জেনে নেয়া যাক “আকাশ কি”? এই প্রশ্নের উত্তর দিতে, সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডল এবং এতে থাকা সমস্ত জলীয় বাষ্পকে “আকাশ” হিসাবে গণনা করা হয়। আমরা অনেকেই আকাশ এবং মহাকাশকে এক মনে করার মতো ভুল করি। আসলে এরা আলাদা। পৃথিবীর পৃষ্ঠ থেকে ষাট মাইল উপরে কারমান লাইন নামে একটি কাল্পনিক রেখা রয়েছে যা আকাশ এবং মহাকাশকে আলাদা করে।
সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড বায়ু রয়েছে। এক বর্গ ইঞ্চি একটি প্রাপ্তবয়স্ক বুড়ো আঙুলের আকারের প্রায় এক-তৃতীয়াংশ থেকে এক-অর্ধেক। প্রতি বর্গ মাইলে 60,217,344,000 পাউন্ড বাতাস রয়েছে। আর আমরা জানি যে পৃথিবীর মোট ক্ষেত্রফল 201,061,929 বর্গ মাইল। সুতরাং, হিসেব করলে দেখা যায় আমাদের বায়ুমণ্ডলের ওজন 12,107,415,343,900,000,000 পাউন্ড।
আবার, আবহাওয়াবিদদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডলের আয়তনের গড় জলীয় বাষ্প 0.04%। তার মানে আকাশে 4,824,146,196 গ্যালন বাষ্প রয়েছে। প্রতি আট গ্যালন পাউন্ডে বাতাসে আরও 38,593,169,564 পাউন্ড জল রয়েছে
সব যোগ করার পর দেখা যায় আমাদের আকাশের মোট ওজন হল 12,107,415,382,493,169,564 পাউন্ড। আচ্ছা সংখ্যাটাকে কথায় লিখলে কিভাবে লিখবো??
লেখক: আব্দুল্লাহ আল নোমান