আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আজ ২৫ জুন (রবিবার) থেকে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহার ছুটি শুরু হলেও শিক্ষার্থীরা ২৩ ও ২৪ জুন থেকে ছুটি কাটাচ্ছে ।
শুক্রবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘ ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।’ তাই মোট ১৬ দিনের লম্বা ছুটি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
ইতোমধ্যে হল ও ক্যাম্পাসের আশেপাশের মেস গুলো থেকে শিক্ষার্থীরা নিজের পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আপনজনের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছেন।
ঈদুল আজহার ছুটি পেয়ে ফার্মেসী বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ ফারহাদ বলেন ” আসলে পরীক্ষার মাঝখানে ছুটি পেয়ে মিশ্র অনুভুতি কেননা না পারতেছি আনন্দ করতে না পারতেছি পড়াশোনা করতে দিনশেষে কোনটাই হচ্ছে না। আমাদের পরিক্ষার হিসেব করলে মনে হয় বন্ধ না দিলেই ভালো হতো তাহলে আমরা পরিক্ষা গুলো শেষ করে পরবর্তী সেমিস্টার এ উঠে যেতাম।”
উল্লেখ্য, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৯ জুন দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।