amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত আরাফার ময়দান

আব্দুল্লাহ আল মামুন
জুন ২৭, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)

চারদিকে শুধুই আল্লাহর মেহমানদের পদচারণায় মুখরিত আরাফার ময়দান,শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশে আরাফায় জড়ো হয়েছেন মুসল্লিরা।

আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন হাজীরা। আরাফাতের অবস্থানের পর, আজ মুসল্লিরা যাবেন মুজদালিফায়। সেখানে রাতে অবস্থান করে পাথর সংগ্রহ করার পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা।
পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, এ বছর আগামীকাল ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। চলতি বছরে প্রায় ২৫ লাখ মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।