amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজ প্রথম প্রেম দিবস!

বিনোদন ডেস্ক::
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

হাজার কবিতা, বেকার সবই তা/ তার কথা কেউ বলে না, /সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।… অংকের খাতা ভরা থাকতো আঁকায়/তার ছবি তার নাম পাতায় পাতায়।’

সারা জীবনের সঙ্গী হয়ে পথ চলুক বা দূরে কোথাও হারিয়ে যাক; প্রথম প্রেম নিয়ে সবাই-ই মনে হয় মাঝে মধ্যে বেশ নস্টালজিক হয়। নচিকেতার ‘নীলাঞ্জনা’র মতো করে হয়তো সবাই সেই স্মৃতি রোমন্থন করেন কখনো কখনো। তবে আজ সেই প্রেম মনে করার দিন।

আহা সেই প্রথম প্রেম! প্রথম ভালোবাসা! বুকের পাঁজরে যত্নে পুষে রাখা স্মৃতি। আজ তা উজার করে প্রকাশ করুন, মনে করুন। কৈশোরে অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি, বুকের ভেতর চিনচিনে মুহূর্ত। প্রবল সুখময় অথবা তীব্র বেদনার-বিচ্ছেদের গল্প। কত কী যে জড়িয়ে থাকে সেই প্রথম প্রেমে।

কিন্তু সেই সময়ের স্মৃতিটুকু ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়। ধোঁয়াশা হয় স্মৃতি। সেই স্মৃতিকে সতেজ করার দিন আজ।

কিন্তু কেন আজই ‘প্রথম প্রেম’ স্মরণ করার দিন? কারণ ১৮ সেপ্টেম্বর প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদযাপিত হচ্ছে দিবসটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।