সত্য ও সুন্দরের পথে আলোকিত হব এই দীক্ষাকে ধারণ করে মুন্সীগঞ্জে আত্মপ্রকাশ ঘটল অবয়ব আহমেদ পূর্ণ স্মরণে গঠিত ” অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র” এর।
নাট্যকর্মী বাবা অপূর্ব সূচনা আর সাহিত্যপ্রেমী মা নাহিদা সুলতানা তান্তু এর একমাত্র সন্তান অবয়ব আহমেদ পূর্ণ।
অভিনেতা টেলিসামাদের ভাইয়ের দৌহিত্র পূর্ণও ছোটবেলা থেকেই বেড়ে উঠছিল সাংস্কৃতিক আবহ নিয়ে।
২০২২ সালের ১৩ জুলাই বন্ধুদের সাথে সাতাঁর কাটতে গিয়ে ধলেশ্বরী নদীতে স্রোতের টানে ভেসে যায় পিপিআইএমসি এর দশম শ্রেণির ছাত্র পূর্ণ (১৬)। একদিন পর লঞ্চঘাটের কাছে ভেসে ওঠে পূর্ণ ‘র মৃতদেহ। শোকে বিহবল হয়ে পড়ে পূর্ণ ‘র পরিবার আর স্তব্ধ হয়ে যায় পুরো মুন্সীগঞ্জবাসী।
সেই পূর্ণ ‘র স্মরণে ১৬ জানুয়ারী শুক্রবার মুন্সীগঞ্জের গোয়ালপাড়াস্থ চারুকলা ইনস্টিটিউটে বিকেল পাঁচটায় আত্মপ্রকাশ ঘটল অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের।
অপূর্ব সূচনা কে সভাপতি ও মোঃ মাহবুব-উল-আলম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যকার নির্দেশক অভিনেতা সারোয়ার হোসেন নান্নু, নাহিদ সুলতানা, জাহাঙ্গীর আলম ঢালী, সাংবাদিক আরিফ উল ইসলাম, সোনিয়া হাবিব লাবনী, এডভোকেট মোজাম্মেল হোসেন রুমেল, শিক্ষিকা সাহারা বেগমসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।