রাসূলুল্লাহ (দ.) এর সুমহান আদর্শে জীবন গঠন করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। প্রিয় রাসূল (দ.) এর মুহাব্বত হৃদয়ে ধারণ করে তাঁর সুন্নাত অনুসারে জীবন পরিচালিত করলে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আন্হু সারাটি জীবন মানুষকে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে আহ্বান করে এসেছেন। কুরআন সুন্নাহর নিরিখে জীবন গঠনের মধ্য দিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছেন।
তাওয়াজ্জুহ’র মাধ্যমে হুজুর পাক (দ.) এর বাতেনি নূর প্রদান করে অভ্যন্তরীণ পরিশুদ্ধি করেছেন। ফয়েজে কুরআনের মাধ্যমে কুরআনের নূর বিতরণ করে সমাজকে হেদায়তের আলোয় উদ্ভাসিত করেছেন। যুব সমাজকে সুন্নাতে মোস্তফার অনুশীলনে উদ্বুদ্ধ করেছেন। দ্বীন ইসলামের খেদমতের জন্যে প্রধান পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেছেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার এবং তরিক্বত চর্চার জন্যে প্রতিষ্ঠা করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। দেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের মাঝে ইসলামি আধ্যাত্মিকতা ও রূহানিয়তের বিকাশের মাধ্যমে মাতৃভূমিকে শান্তির কাননে রূপান্তর করেছেন।
গতকাল (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।