প্রবাসে কাজের একগেয়েমী দূর করতে এবং নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় করাতে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবী শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও নতুন কমিটি ঘোষণায় এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার(১২ মার্চ) আবুধারী পিকনিক5 কর্নেসে সারাদিন ব্যাপী এই অনুস্ঠানে খেলাধুলা, খানাপিনা, আলোচনা ও পুরুস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি অনুষ্ঠান আয়োজন ও BDEws এর কাজের প্রশংসা করেন। তিনি আমিরাতের স্কুল সমুহে আগামী বছর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে এ সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুন নাহার জলি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডিপ্লোমা ইন্জিনিয়ার আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার আশীষ কুমার বড়ুয়া, ইনডেক্স এক্সচেন্জের সিইও সৈয়দ আবদুস সালাম, ইন্জিনিয়ার মফিজুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন ইনজিনিয়ার আবুল কাসেম তুহিন, নুরুল আলম, আবুল কাসেম তালুকদার, মইউন উদ্দিন মহিন, মোহাম্মদ কাইয়ুম, শেকুল ইসলাম,কামরুল ইসলাম, সোলায়মান মজুমদার, মোহাম্মদ শহীদ, নিজাম উদ্দিন, মাইনুল ইসলাম,সাহেদ আলী আহমদ, আজমেরী বেগম,আজহার উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। উপস্থিতিরা এ ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন।
পরিশেষে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান সোহেলকে সভাপতি ও সাইফুন নাহার জলিকে সাধারন সম্পাদক করে BDEWS আবুধাবীর নতুন কমিটি ঘোষনা করেন ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া।