amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

`আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) উপাচার্য কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আবৃত্তি সংসদ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ বইটি বইমেলার ৭৯-৮০ নাম্বার স্টল গ্রন্থরাজ্যতে পাওয়া যাবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলেও পাওয়া যাবে বইটি।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থটি সম্পাদনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।