amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র করণের পদ্ধতি জেনে নিন!

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ১৭, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। গত ১ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। একজন বাংলাদেশি প্রবাসী কীভাবে পাবেন জাতীয় পরিচয়পত্র– সে তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

প্রবাসীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে services.nidw.gov.bd গিয়ে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে ইংরেজিতে নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদন জমার সঙ্গে সঙ্গেই বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারী। বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য আবেদনের মুদ্রিত কপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করাতে হবে।

আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ ৫০ দিরহাম দিতে হবে। এছাড়া হোম ডেলিভারিতে গ্রহণের ক্ষেত্রে আরও ১৫ দিরহাম ফি যোগ হবে। আবেদন করার ১ মাসের মধ্যে প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাবে বলে জানান কনস্যুলেটে কর্মরত কর্মকর্তারা।

দূতাবাস ও কনস্যুলেটে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্মার্টকার্ড সংক্রান্ত নিরবিচ্ছিন্ন সেবা গ্রহণ করছেন প্রবাসীরা। দিন দিন বাড়ছে আবেদনের সংখ্যা। প্রবাসে থেকে স্মার্টকার্ডের সেবা পেয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন স্মার্টকার্ড সেবা নিতে আসা প্রবাসীরা।

বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল বি এম জামাল জানান, আমিরাতে নতুন এনআইডির কার্যক্রম হিসেবে গত এক মাসে ১৭ কর্মদিবসে ৮৩৮টি এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। এখনও প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি এনআইডি রেজিস্ট্রেশন হচ্ছে। এরমধ্যে এক মাসে শতাধিক স্মার্ট কার্ড হাতে এসেছে কনস্যুলেটে। শুধু নতুন এনআইডি নয়, প্রবাসীরা চাইলে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দিয়েও স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অধিক যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।