সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, প্রয়োজনীয় জিনিসপত্র, দুরারোগ্য আক্রান্ত রোগী ও নিহত পরিবারকে সহযোগীতা প্রদান করেছেন বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন।
রোববার (৭ আগস্ট) বিকেল ৫ টায় বাংলাদেশ সমিতি ফুজাইরা অফিসে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন’র সহধর্মিণী আমিরাত বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন সভাপতি মিসেস আবিদা হোসেনের নেতৃত্বে বন্যায় নিহত বাংলাদেশী নাগরিক এস এম সাজ্জাদের স্ত্রীকে ও দুরারোগ্য আক্রান্ত এক পরিবারকে আর্থিক অনুদানের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন ব্যাক্তির মাঝে ২য় বারের মতো আর্থিক অনুদানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়েছে।
মিসেস আবিদা হোসেন সাংবাদিকদের জানান নিহত এস এম সাজ্জাদের লাশ দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে দ্রুত দেশে পাঠানোর সকল খরচ বহন করবে এবং আগামীতে আরব আমিরাতে মানবিক কাজে সংগঠনের সহযোগীতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন নেতৃবৃন্দরা জানান, ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ পর্যন্ত আমিরাত বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন ১ম ও ২য় দফায় পনের লক্ষ টাকা সহযোগীতা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, দূতালয় এর প্রধান মোজ্জাফর হোসেন,বাইজুন চৌধুরী মাহাতাব,জেসমিন আক্তার সিআইপি,শেফা আহমেদ,ফাহমি চৌধুরী মলিনা,সাবিনা সুলতানা, শাহানাজ লিটা, রাশেদা আক্তার, মমতাজ আইয়ুব, শবনম আক্তার, নিসু জাহান লাবণ্য আদিল প্রমূখ।