amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ জুলাই ২০২২

আমিরাত সংবাদের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ২৫, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে বর্ণিল আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল আমিরাত সংবাদের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে । আমিরাত সংবাদ প্রবাসীদের সুখে দুঃখে পাঁচটি বছর অতিক্রম করে ছয় বছরে পদার্পণ করলো।

গত শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় আমিরাতের শারজা কোরাল বিচ রিসোর্ট হল রুমে নাজমুল হকের সঞ্চালনায় আমিরাত সংবাদ ফোরাম সভাপতি সিআইপি ইবরাহিম আফলাতুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যোবায়ের হোসেন রাকিব ও স্বাগত বক্তব্য রাখেন কাজী ইসমাইল আলম।

এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ফোরাম এর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কামাল হোসাইন খান সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল প্রবাসীদের মুখপাত্র হিসেবে কাজ করার যে উদ্দেশ্য নিয়ে আমিরাত সংবাদ এর পথচলা শুরু করেছিলো সেই ধারাবাহিকতা যাতে আগামী দিনগুলোতেও বজায় থাকে। এই নিউজ পোর্টাল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে সকল পাঠকের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। আমিরাত সংবাদ যাতে আগামীতেও গুণগত মান বজায় রেখে সর্বশীর্ষে থাকে এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ইয়াকুব সৈনিক, শেফালী আক্তার আঁখি, ফেরদৌস ফরহাদ, প্রকৌশলী এম এ মান্নান, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী, ইন্জিনিয়ার নওশের, মোজাহের উল্লা মিয়া, আসগর চৌধুরী, জসিম মল্লিক, জনতা ব্যাংক শারজা সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো আবুল কাশেম।

করোনার সময় আমিরাত সরকারের করোনা হিরো কৃত মোশারফ হোসেনকে সম্মনানা প্রধান করা হয়। আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের সুখে দুঃখের খবর গণমাধ্যমে তুলে ধরার জন্য মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করেন সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক ও দৈনিক সমকাল আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনিকে।

ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন, কেক কাটা ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।