amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১১ মে ২০২৩

আম খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মুক্তকণ্ঠ ডেস্ক:
মে ১১, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার খলিয়াজুরীতে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাগর চন্দ্র দাসের (২৩) বিরুদ্ধে। এঘটনায় বুধবার (১০ মে) সন্ধ্যায় খালিয়াজুরী বাজার থেকে অভিযুক্ত সাগরকে আটক করে।

সাগর চন্দ্র দাস ওই উপজেলার সদর ইউনিয়নে বানিয়াপাড়া এলাকার সুভাষ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আম খাওয়ানোর লোভ দেখিয়ে সাগর তার চাচার গোয়াল ঘরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায়। এসময় ভুক্তভোগীর সঙ্গে আরও দুই শিশু ছিল। তাদের সাগর ধমক দিয়ে চলে যেতে বলেই ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বিষয়টি দুই শিশু ভুক্তভোগীর মাকে জানায়। পরবর্তীতে ঐ কিশোরী মাকে ধর্ষণের বিষয়টি জানান।

খালিয়াজুরী থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদুল হক রানা জানান, সাগর চন্দ্র দাসকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।