amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আযান দিতে দেরি করায় মুয়াজ্জিনকে মারধর

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুন ৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ফজরের আযান দিতে ১০ মিনিট দেরি হওয়ায় মুয়াজ্জিনকে মারধর করার অভিযোগ উঠেছে রায়পুর হালিমা (রা:) জামে মসজিদ কমিটির সহ-সভাপতি ও রায়পুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল সফিকের বিরুদ্ধে।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইব্রাহিম (১৮) জানান, শনিবার অসুস্থ থাকায় ফজরের আযান দিতে ১০ মিনিট দেরি হয়। যার ফলে একই দিনে আমি ফজরের নামাজের পর ভোরবেলা হাঁটতে বের হই। তখন রাস্তায় মসজিদ কমিটির সহ-সভাপতি প্রফেসর সফিক আমাকে বিভিন্নভাবে হেনস্তা করে এবং এক পর্যায়ে আমার গায়ে হাত দেয়। তাৎক্ষনিকভাবে আমাকে মসজিদ থেকে চলে যেতে বলে।

এ বিষয়ে মসজিদ কমিটির সহ-সভাপতি প্রফেসর সফিক বলেন, মসজিদে আযান দিতে দেরি হওয়ায় অনেক মুসল্লী জামায়াতে নামাজ পড়তে পারেনি। আমাকে অনেক মুসল্লী এ বিষয়ে মুয়াজ্জিনের বিরুদ্ধে অভিযোগ করে। তারপর মুয়াজ্জিনকে এ বিষয় জিজ্ঞেস করলে আমার সাথে খারাপ আচরণ করে। তখন আমি তাকে গায়ে হাত দিতে বাধ্য হই।

এ ব্যাপারে মসজিদের ঈমাম হাফেজ কামরুলের সাথে তিনি বলেন, বিষয়টি মুয়াজ্জিন ও মসজিদ কমিটির কাছ থেকে শুনেছি। মুয়াজ্জিনের ভুল থাকতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।

মসজিদ কমিটির সেক্রেটারি এডভোকেট আব্দুল মজিদ বলেন, ঘটে যাওয়া বিষয় নিয়ে মুয়াজ্জিন আমাকে কিছু জানাইনি। তবে মুয়াজ্জিনের আযান দিতে দেরি হওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। তারপর মুয়াজ্জিনকে আমরা মসজিদের দায়িত্ব থেকে অব্যহতি দেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।