amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আরিয়ান হাশমীর ভিন্ন ভাষার প্রথম গান

বিনোদন ডেস্ক::
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

‘তুই মোর হোচপানা’ শিরোনামে চাকমা ভাষায় প্রথমবারের মতো ভিন্ন ভাষায় গান গাইলেন তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আরিয়ান হাশমী। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কানাডা প্রবাসী চাকমা লিসা ধামাই এবং সিনেমাটোগ্রাফি, এডিট ও কালার মনোরমভাবে ফুটিয়ে তুলেছেন মেহেদী হাসান লিমন।

মিউজিক ভিডিওটি গত ১০ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী আরিয়ানের নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে।

এবিষয়ে আরিয়ান বলেন, আগে বাংলার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষার অনেক জনপ্রিয় গান নির্মিত হয়েছে। বর্তমানে ভিন্ন ভাষা নিয়ে গান করার প্রচলন কমে গেছে। গানের মাধ্যমে একটি ভাষার মাধুর্য ছড়িয়ে পড়ে, ভাষাটির পাশাপাশি সেই অঞ্চল বা গোষ্ঠীর সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়। এই মনোভাব থেকেই চাকমা ভাষায় ‘তুই মোর হোচপানা’ গানটি করেছি। আশা করি, আমার ভক্তদের পাশাপাশি অনেকেরই গানটি পছন্দ হবে।

কানাডা প্রবাসী মডেল চাকমা লিসা ধামাই’র সঙ্গে কাজ করার অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, চাকমা লিসার সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। প্রথমবারের মতো চাকমা ভাষায় গান গাইতে গিয়ে উচ্চারণ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তিনি সেসব জটিলতা দূর করতে সহযোগিতা করেছেন। আশা করি, তার সঙ্গে আরো কাজ করার সুযোগ পাবো। আগামীতেও বাংলার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও নৃ-গোষ্ঠী ভাষায় গান নিয়ে কাজ অব্যাহত রাখবো।

কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আরিয়ান হাশমী বহু বছর ধরেই গানের সঙ্গে জড়িয়ে আছেন। রোমান্টিক, সূফীসহ বিভিন্ন ঘরানার গানের জগতে রয়েছে তার পদচারণা। গান গাওয়া, লেখা ও সুর করার পাশাপাশি আরিয়ান নিজেও অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। ‘মন বিবাগী’, ‘পরান কাইড়াছে’, ‘নিঠুর দরদিয়া’, ‘ধোঁকাবাজ’ শিরোনামে বেশ কিছু জনপ্রিয় গান এরই মধ্যে উপহার দিয়েছেন তিনি। এবার নিয়ে এলেন ‘তুই মোর হোচপানা’ শিরোনামে সম্পূর্ণ ভিন্নধর্মী গানটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।