amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ আইএফআইসি ব্যাংক

মোহাম্মদ মহিউদ্দিন
ডিসেম্বর ১, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী আমান বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পহেলা ডিসেম্বর সকাল ১১টায় হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে হাটহাজারী আমান বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংক হাটহাজারী আমান বাজার উপশাখার অফিসার ইনচার্জ তামান্না চৌধুরীর সঞ্চালয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো.ফাহিম উদ্দিন, হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মো.বশির উদ্দিন ও মো.ওয়াহিদুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী শাখার মার্কেটিং এন্ড সেলস অফিসার মোহাম্মদ বেলাল হোসেইন, পপি আক্তার সহ এসময় আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়, ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তারা আরো বলেন, আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা ও উপশাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং আইএফআইসি ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।