প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশ জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এ ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল ।
প্রতিবছরের ন্যায় বুধবার (২০ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
অনুষ্ঠানে আব্দুল মমিন মৈশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।
প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চিপ রিপোর্টার অ্যাডভোকেট দিদারুল আলম।
ইঞ্জিনিয়ার শফিউল আলম রিপন এর সার্বিক সহযোগিতায় ও মিজানুর রহমান ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান ভূঁইয়া,কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ কবির হোসেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ একে আজাদ মাহমুদ সহ আরো অনেকে।
এতে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নয়ন পাল।
আয়োজনের শুরুতেই কোরআন তেলোয়াত পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন পতাকা উত্তোলন করা হয়। এরপর বিগত শিক্ষাবর্ষের সমন্বিত মেধা তালিকা, একাডেমিক-সহপাঠ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা গান, নাচ, কৌতুক,নৃত্য ইত্যাদি পরিবেশন করে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এবং এ আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এই আয়োজনে আমন্ত্রিত অতিথিসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।