“শিক্ষা শৃঙ্খলা সেবা “এই স্লোগানকে ধারণ করে চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থী অন্বেষণে ২০১৮ সালে পথচলা শুরু সখিপুরের দক্ষিণ তারাবুনিয়ার আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠনের।
গতকাল ৩০ই জুন (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় ঈদ পুনর্মিলনী ও নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনী ও নৌ ভ্রমণ সম্পর্কে বর্তমান সভাপতি মহি উদ্দিন নাইম বলেন,” শরীয়তপুর জেলা পদ্মা নদীর অববাহিকার অংশ যার ধরুন পদ্মা পাড় চাঁদপুর এ নৌ ভ্রমণ আয়োজন করা হয়।সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বলেন, “শরীয়তপুর জেলার মেধাবী শিক্ষার্থীরা যাতে যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে পারে সে জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।তিনি আরও বলেন, “সুজলা সুফলা, শস্য শ্যামলা নয়নাভিরাম আমাদের এই বাংলাদেশ। এদেশ কে মনোরম প্রাকৃতিক শোভায় সৌন্দর্যমণ্ডিত করছে অসংখ্য নদ নদী।তাই নদী মাতৃক বাংলাদেশ কে উপভোগ করতে আমরা নদী পথে আনন্দ ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি”।
নৌ ভ্রমণে অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম শেখ বলেন, অনেক সুন্দর ও আনন্দময় ভ্রমণ ছিল যা আমার শিক্ষা জীবনের মনোমুগ্ধকর অবিচ্ছেদ্য অংশ হিসাবে থেকে যাবে।
দিনব্যাপী নৌ ভ্রমণ,খেলাধুলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ,পড়ন্ত বিকালে লটারির ব্যবস্থা ছিল।লটারির প্রথম পুরস্কার বিজয়ী এসএসসি ব্যাচ ১৭ এর শিক্ষার্থী জামাল।নৌ ভ্রমণ বাস্তবায়ন করার লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম।ঈদ পুনর্মিলনী ও নৌ ভ্রমণ সফল করার পিছনে সার্বিক সহযোগিতা করেন শাহজালাল, এরশাদ হোসাইন, সবুজ, শান্ত,হিমি ও কবির ।
ঈদ পুনর্মিলনী ও নৌ ভ্রমণে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ,সিনিয়র নেতৃবৃন্দ এবং এসএসসি ব্যাচ ২০১৭-২০২৩ এর শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য,আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন পরিচ্ছন্ন ছাত্রনেতা বি এম মাহবুবুর রহমান আমির ।