amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩১ মে ২০২২

আলো আধাঁর

মোহাম্মদ ইরফানুল ইসলাম
মে ৩১, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরবো ফিরবো বলে…
ঘরে ফেরা হয় না আর।
এরি নাম প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।

বুক বাঁধি দুখ কুঁড়াতে
সুখেরী ঘর সাজাতে,
দুরে থাকে প্রিয় স্বজন
বেচেঁ থাকি শুধু আশাতে।
দিন চলে যায় কাজের ফাঁকে
রাতে ভরে নামে অসাড়।
এরি না প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।

স্বজন হারা প্রবাসী যারা
পাই না সুখের আলিঙ্গন,
বছর জুড়ে মেহনত করে
মিলে না তবু ধন।
বুক ভেসে যায় চোখের জলে
খোদার কেমন বিচার?
এরি নাম প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।