amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র অভিযান ৭০ হাজার টাকা অর্থদণ্ড

এম ওসমান গনি
মার্চ ৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২ মার্চ বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাটহাজারীর মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অভিযানে মো.শাহজাহান নামের এক ব্যক্তিকে মহাসড়কের উপর বালু আনলোড করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক ব্যবসায়ী নুরুল আমিনকে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিবেচনায় মামলা গ্রহণ করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানার একটি টিম সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য- দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। এছাড়া ইতিমধ্যে এ বিষয়ে জেলা প্রশাসক স্যার ৪ উপজেলার সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময়কালে পুনরায় এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন হাটহাজারী সে নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সচেতনতা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।