amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইউজিসির অভিন্ন আর্থিক নীতিমালা প্রত্যাহারের দাবি ইবি শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি:
জুন ২১, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য প্রণীত “অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল” প্রত্যাখান ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাক্ষরিত্ব একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গত ০৭-০৬-২০২৩ তারিখে প্রেরিত একটি পত্র স্মারকের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য প্রণীত “অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল” পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে প্রেরণ করেছে এবং যেটি ০১-০৭-২০২৩ তারিখ হতে কার্যকর হবে মর্মে উল্লেখ করেছেন।

এতে আরও বলা হয়েছে, ইবি শিক্ষক সমিতি মনে করে এ ধরণের পত্র ও নীতিমালা বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্ত্বশাসনের পরিপন্থী। কেননা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় মহান জাতীয় সংসদ কর্তৃক পাসকৃত কিছু আইনের মাধ্যমে পরিচালিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরণের পত্র ও নীতিমালার তীব্র প্রতিবাদ এবং প্রত্যাখান করছে। যখন শিক্ষকদের জন্য “স্বতন্ত্র বেতন কাঠামো” সময়ের দাবিতে পরিণত হয়েছে তখন মঞ্জুরী কমিশনের এ ধরণের পরে শিক্ষক সমাজ সংক্ষুব্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের স্বকীয়তা ও স্থিতিশীলতা নিশ্চিতকল্পে আমরা অনতিবিলম্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে গত ০৭- ০৬-২০২৩ তারিখে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে প্রেরিত পত্র ও নীতিমালা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।