তবে কি সুখের সংসারে অস্থিরতা দেখা দিল চেন্নাই সুপার কিংসে? আইপিএলের অন্যতম সফল দলটির মাঠের সময় ভালো যাচ্ছে না মোটেও। তবে মাঠের বাইরে তাদের ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রবীন্দ্র জাদেজাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে চেন্নাই, খবর এসেছে এমন। মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া, এরপর চোটের কারণে মৌসুম শেষ, সর্বশেষ ইনস্টাগ্রামে আনফলো—জাদেজার সঙ্গে চেন্নাইয়ের দূরত্ব কি বেড়েই চলেছে দিন দিন?
জাদেজার আইপিএল অবশ্য শেষ হয়েছে আগেই। গত পরশু এক সংক্ষিপ্ত বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, পাঁজরের চোটের কারণে এ মৌসুমে আর খেলা হবে না তাঁর। তবে এরই মধ্যে জাদেজাকে ইনস্টাগ্রামে আনফলো করে দেওয়ার পরই উঠেছে নতুন আলোচনা।
মাঝে আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই, সে সময় বাদ দিলে ২০১২ সাল থেকেই এ ফ্র্যাঞ্চাইজিতে আছেন জাদেজা। এ মৌসুমে মহেন্দ্র সিং ধোনি, মঈন আলী, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তাঁকেও ধরে রাখে চেন্নাই। শুধু ধরেই রাখেনি, পছন্দের চারের প্রথমে তাঁর নামই রেখেছিল দল। অর্থাৎ এবার চেন্নাইয়ের সবচেয়ে দামি ক্রিকেটার জাদেজা। মৌসুম শুরুর ঠিক আগ দিয়ে চেন্নাই ঘোষণা দেয়, ধোনির বদলে এবার অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার জাদেজাই। এ নিয়ে নাকি গত মৌসুম থেকেই কথা চলছিল তাদের।
তবে অধিনায়কত্ব ও জাদেজা—দুটির রসায়ন যে ঠিক জমছিল না, সেটি দেখা গেছে প্রায় শুরু থেকেই। ধীরে ধীরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই। ১০ ম্যাচ খেলে ১৯.৩৩ গড়ে ১১৬ রানের সঙ্গে ৪৯.৬০ গড়ে ৫ উইকেট—মাঠে নিজেকে হারিয়ে খুঁজছিলেন জাদেজাও।