amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাইজভান্ডারে পালিত হয়েছে শবে বরাত

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মাইজভান্ডারে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। শুক্রবার দিবাগত রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। পবিত্র রজনী হিসেবে এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তা’আলা।

বিশেষত মাইজভান্ডার দরবারের হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক:), হযরত গোলামুর রহমান মাইজভান্ডারি (বাবা ভান্ডারী), হযরত জিয়াউল হক মাইজভান্ডারি সহ অন্যান্য ওলি আউলিয়ার মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মাইজভান্ডার দরবার শরীফ এসে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, মিলাদ, দোয়া মোনাজাতে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এশা নামাজের পর সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারি, সৈয়দ মো: হাসান মাইজভান্ডারি, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারি, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারি সহ দরবারের অন্যান্য আওলাদগণ আলাদা আলাদা মোনাজাত ও মিলাদ কিয়াম করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভান্ডার দরবারের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল, গাউসিয়া হক মঞ্জিল, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল, গাউসিয়া রহমান মঞ্জিলে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করছেন। ।

শবে বরাতে মসজিদে মুসল্লিরা ছাড়াও বিভিন্ন ধর্মের লোকদের আনাগোনা দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।