amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে বইমেলা শেষে মেলা চত্বর পরিষ্কার করলো তারুণ্য

ক্যাম্পাস প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হওয়া অমর ৭ দিনব্যাপী “অমর একুশে বইমেলা” -এর শেষ দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য তাদের সেচ্ছাসেবকদের নিয়ে মেলা চত্বর মেলা চত্বর পরিষ্কার করে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির সহ-সভাপতি মুরসালীন আহমেদ সানি ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, তারুণ্যের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান একটি। এর আগেও একাধিকবার নিজেদের উদ্যোগে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেছে আমাদের সদস্যগণ।

এবারের বইমেলা শুরুর পূর্বে মেলা চত্বর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের ব্যাবস্থা করি আমরা। কিন্তু পরিচ্ছন্নকর্মীদের অসচেতনতার জন্য পরের দিনই নষ্ট হয়ে যায় সেগুলো। ফলে মেলা শেষে আজকে দেখা গেছে পুরো মেলা চত্ত্বর যেন বড়সর একটা ডাস্টবিনে পরিনত হয়েছে।এরই প্রেক্ষিতে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান।

আমরা বিশ্বাস করি পরিচ্ছন্ন পরিবেশই হলো পরিচ্ছন্ন মনের পূর্বশর্ত। আসুন আমরা আরেকটু সচেতন হই। একটু কষ্ট হলেও যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। নিজেরা পরিচ্ছন্ন থাকি, আমাদের সুন্দর এই ক্যাম্পাসটি পরিচ্ছন্ন রাখি।

উল্লেখ্য, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।