amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

ইবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতামূলক র‍্যালি

ইবি প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। বিভিন্ন রোগ সৃষ্টি করা জীবাণুগুলো (ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস) প্রচলিত ওষুধগুলোকে অকার্যকর করে দেয় এমন পরিস্থিতিকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে পরিচিত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রকৌশল ভবনের সামনে থেকে একটা সচেতনৃূলক র‍্যালী বের হয়ে বিশ্বিবদ্যালয়ের মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এএসএম ইবি শাখার সাধারণ সম্পাদক আবু রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা, ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও এএসএম বাংলাদেশ কান্ট্রি এম্বাসাডর ড. মোঃ মিন্নাতুল করিম, একই বিভাগের অধ্যাপক ড. নিলুফা আখতার বানু, অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলাম, অধ্যাপক ড মোঃ খসরুল আলম সহ এএসএম চ্যাপটারের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিক সঠিক উপায়ে প্রয়োগ না করলে হিতে বিপরীত হতে পারে। তোমরা এখানে যারা আসছো তারা কিন্তু এ বিষয়ে কিছুটা হলেও সচেতন। কিন্তু আমজনতা বা সাধারণ মানুষ এ ব্যাপারে অবগত না। বিশ্বের এখন এলার্মিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না।

এসময় এএসএম বাংলাদেশ এম্বাসাডর অধ্যাপক ড. মোঃ মিন্নাতুল করিম বলেন, ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১ সপ্তাহ প্রতিবছর ই বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হয়। আমরা সবাইকে সচেতন করবো কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয় এবং কিভাবে এটিকে আমরা কাটিয়ে উঠতে পারি। যদি আমরা নিজেরা জানি তাহলে অন্যদের জানাতে পারব। এজন্য আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। যাতে আমরা ডাক্তারের পরামর্শ বা প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার না করি। আমরা যে যেখানে যে পর্যায়ে আছি সেখান থেকেই যেন এই বিষয়ে আমাদের পরিবার ও আশপাশের সবাইকে সচেতন করতে থাকি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।