amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইবি প্রতিনিধিঃ
মে ১৫, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এ স্লোগানকে সামনে রেখে র‍্যাগিং বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে মিলিত হয়।

এসময় এন্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, এছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা এবং ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন,আমার কাছে এটি একটি জাগরণমূলক র‍্যালি মনে হয়েছে।র‍্যাগিংটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়। এই অনাচার এবং পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের এমন ঘটনা কালিমাখন করে। কাজেই আজকের র‍্যালিতে আমাদের যে স্লোগান ছিলো সেগুলোকে মানসিক ভাবে ধারণ করি তাহলে শুধু এই বিশ্ববিদ্যালয় নয় শেখহাসিনার বাংলাদেশ এটার মুক্ত হবে।

আর সবচেয়ে আমরা খুশি হবো আর যদি রোদে পুড়ে আমাদের এন্টির‍্যাগিং স্লোগান দিয়ে জাগরিত না করে এটাকে মনে ধারণ করি এবং এটাকে মনের ভেতর সেটাকে আটকে রেখে লালন করি আমাদের এই জাতীয় আয়োজন যদি আর না করতে হয় তাহলেই সেদিন বলবো যে আমরা এই পবিত্র অঙ্গনকে পাপ মুক্ত অবস্থায় নিয়ে যেতে পেরেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।