ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য কর্তৃক সন্ত্রাসী হামলায় চট্রগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার-সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা “আমার সোনার বাংলায়, উসকনের ঠাঁই নাই; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ; আমার ভাইয়ের হত্যা কেন, প্রশাসনের জবাব চাই; নারায়ে তাকবির, আল্লাহু আকবর; ইসকনের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও; বিশ্বের মুসলিম এক হও এক হও ইত্যাদি শ্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইস্কুন একটা ধর্মীয় সংগঠন নয়, এটা একটা ভারতের উগ্রবাদী সাম্রাজ্যবাদী সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ইসকন এই বাংলায় জায়গা দেওয়া যাবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এটা একটা সম্প্রীতির বাংলাদেশ। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে কিন্তু এই বাংলায় ইস্কনের ঠাঁই হবে না। ইসকন মসজিদে হামলা করে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমরাও মন্দিরে পাল্টা হামলা করি কিন্তু এই খেলা আমরা বুঝে গেছি।
সাইফুল ইসলামকে আমরা চিনি না, জানি না কিন্তু তার জন্য কুষ্টিয়ায় দাঁড়িয়েছি। ৫ আগস্টে আমরা বিজয় পাইনি বরং এই দিনেই আমাদের যুদ্ধ শুরু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এই সরকারকে হুশিয়ারি দিতে চাই- এই বাংলায় ইসকনকে উপযুক্ত শাস্তি দিতে না পারলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মতো মাঠে নামতে বাধ্য হবো। আপনারা লক্ষ্য করেছেন ২৪ এ জুলাই বিপ্লবে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল কিন্তু আজ হিন্দু ধর্মাবলম্বী নামে যে কুচক্রী মহল রয়েছে তারাই ধর্মীয় উস্কানি দিয়ে যাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে- আমাদের ধমনিতে মোহাম্মদ বিন কাসেমের রক্ত রয়েছে। আপনারা যদি আমাদের মানচিত্রে লোলুপ দৃষ্টিতে তাকান তাহলে চোখ উপড়িয়ে ফেলবো।