amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ

ইবি প্রতিনিধি:
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গীবাদ এবং দেশবিরোধী বিএনপি, জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি আরম্ভ হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের এসে সমবেত হয়। এ সময় মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠিত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনরকম নৈরাজ্য সৃষ্টি হতে না পারে তারই প্রতিবাদে আমরা সর্তক অবস্থায় থেকে সাধারণ ছাত্রদের নিয়ে এ বিক্ষোভ মিছিল করেছি এবং এ বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। সেইসঙ্গে কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ছাত্রলীগ মাঠে থেকে শক্ত অবস্থানে প্রতিবাদ জানাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।