শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ায় ২০১৭ সালে” সুশিক্ষায় জাতির মেরুদন্ড ” এই স্লোগানে নবজাগরণ ছাত্র কল্যাণ সংগঠন একটি শিক্ষামূলক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে।অধ্যবধি চরাঞ্চলে সৃজনশীল শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে নবজাগরণ ছাত্র কল্যাণ সংগঠন নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।
আজ( ১পহেলা মে )রোজ সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে নব-নির্বাচিত আংশিক কমিটি অনুমোদন করেন সদ্য সাবেক সভাপতি আবু রায়হান রিপন তাতী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসান টিটু ।
ইসমাইল সরকার কে সভাপতি এবং মাহবুবুর রহমান ইদ্রিস আলী কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জে এম রফিকুল সরকার,মো:সাইফুল,আবুল কালাম,রাজন মোল্লা ও সুমন মোল্লা।
যুগ্ম -সাধারণ সম্পাদক হিসাবে জসিম উদ্দিন,মহিউদ্দিন,সোহেল,রহমত উল্যাহ ও মহিউদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হিসাবে মাসুদুর রহমান (মোল্যা মাসুদ) ও সহ-সাংগঠনিক সম্পাদক মো:শামিম।
প্রচার সম্পাদক মো:হৃদয় ,দপ্তর সম্পাদক মো :মনির সহ-দপ্তর সম্পাদক মো:শাহিন আলম,শিক্ষা-বিষয়ক সম্পাদক উর্মি ইসলাম,অর্থ-বিষয়ক সম্পাদক ইমন মাঝি এবং ক্রিয়া-বিষয়ক সম্পাদক হিসাবে মো:কাউসার কে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ইসমাইল সরকার বলেন,” নবজাগরণ ছাত্র কল্যাণ সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ইদ্রিস বলেন,” পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের কার্যক্রমকে ত্বরান্বিত করতে চাই ।