amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী বিশ্ববিদ্যালয় সাদ্দাম হোসেন হলে আন্তঃব্লক ক্যারাম ও লুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ৯, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাদ্দাম হোসেন হল কর্তৃক আয়োজিত আন্তঃব্লক ক্যারাম ও লুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।দুইদিনব্যাপী (৭ই ও ৮ই মার্চ) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই মার্চ) বিকাল ৪ ঘটিকায় থেকে ৫ পর্যন্ত চলে আন্তঃব্লক ক্যারাম ও লুডু সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত , সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহীন আলম, সামিউল ইসলাম, শিমুলসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে,বিজয় খেলোয়াড়দের প্রতি পুরস্কার প্রদান করা হয়। মোট ৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মেডেল ও বই প্রদান করা হয়।

উল্লেখ্য, বইসমূহ মধ্য ছিল,অসমাপ্ত আত্মজীবনী, উনসত্তরের গণ-আন্দোলন ও বঙ্গবন্ধু, সেইসব দার্শনিক, বাংলাদেশের জন্ম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।