amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদে বার্ডস আই-এর বাহারি পাঞ্জাবী

বিজ্ঞাপন
জুন ১৯, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদুল আযহা হচ্ছে ত্যাগের মহিমার ঈদ। তার পরে ও ঈদ মানে নতুন পোশাকের ছড়াছড়ি ।ঈদে সবাই নতুন পাঞ্জাবি পরিধান করতে চাই।

এবারের ঈদ যেহেতু গরমে তাই সুতি কাপড়ের আরামদায়ক পাঞ্জাবি হলে কমফোর্টেবল হয়। বার্ডস আই এই গরমের নান্দনিক সব ডিজাইনের পাঞ্জাবি এসেছে তাদের আউটলেটে । ইন্ডিয়ান, চায়না, বাংলাদেশী কাপড়ে তৈরি বাম্বু সিল্ক, ডিজিটাল প্রিন্ট, ১০০% কটন কাপড়, কারচুপি, এমব্রয়ডারি, এপলিক, বেসিক সহ শত শত ডিজাইনের হাজার হাজার পাঞ্জাবী, শার্ট, পোলো, টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। চায়না ২০২৩ সালের সবচেয়ে আপডেট মারসেলাইজ, ডাবল মারসেলাইজ, স্টেপ পোলো, টি-শার্ট, শত শত কালার ডিজাইনের পোলো ও টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে।

চায়না, ইন্ডিয়া, বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট , পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE)বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।
https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=ZbWKwL

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।