হাটহাজারী উত্তর মাদার্শা রহমতঘোনা জামে মসজিদ ময়দানে উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রহমতঘোনা এলাকাবাসীর উদ্যোগে ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর মাদার্শা ৫ নং শাখার সহযোগিতায় কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর বেছাল শরীফ স্মরণে পবিত্র মিরাজুন্নবী (সাঃ) মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু) উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
রহমতঘোনা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফিরোজ উল কবির চৌধুরী এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুর খান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা, মুহাম্মদ আবদুছ ছবুর,মোহাম্মদীয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন মুনিরী,মোহাম্মদীয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ আবু তালেব।
মিলাদ -কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।