বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি ও অগ্রগতির যে সাফল্য-যাত্রা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে তা অব্যাহত রাখতে হবে। গতকাল ২ জুলাই মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ও পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে গনসংযোগ করেন এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জনসাধারণের থেকে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সরকার, মুন্সীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, কাউন্সিলর মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, ইউপি সদস্য আব্দুর রহিম,মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত দেওয়ান প্রমুখ। এ সময় তিনি পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় নির্মিত একটি সড়ক উদ্বোধন করেন তিনি।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ শক্তিশালী অর্থনৈতিক ভীতের উপর দাঁড়িয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যের চরম কষাঘাত থেকে মুক্তি পেয়েছে বাঙালি জাতি। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জীবন-মানের উন্নতি সাধিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে হবে। যেকোনো মূল্যে উন্নয়ন-সমৃদ্ধি ও অগ্রগতির সাফল্য-যাত্রা অব্যাহত রাখতে হবে