amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা প্রেসক্লাব ভালুকা দ্বি-বার্ষিক নির্বাচন, আকরাম সভাপতি, সম্পাদক আলম

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রেসক্লাব ভালুকা এর দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শাহ মোঃ আকরাম হোসেন সভাপতি ও দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মো: মুশিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ হাজী রফিকুল ইসলাম। অন্যান্য নির্বাচিতরা হলেন আজকালের প্রতিনিধি আশ্রাফ উদ্দিন সহ-সভাপতি, জবাবদিহি প্রতিনিধি আবু তাইয়েব সহ-সাধারণ সম্পাদক, দেশের খবর প্রতিনিধি এস এম মোকছেদ আলম দপ্তর সম্পাদক, আমাদের কন্ঠ প্রতিনিধি মোখছেদুর রহমান মামুন প্রচার ও প্রকাশনা সম্পাদক।

নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের আহ্বায়ক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাহ্ মোঃ আলী আজগর, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিরুনীয়া দাখিল মাদ্রাসার ইংরেজী শিক্ষক মাহবুবুল আলম ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করেন দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আজমল হুদা মাদানী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও মীর গোলাম সাকলাইন ফাহাদ। উক্ত কমিটি কার্যকরী কমিটি পূর্ণাঙ্গ করিবেন।
সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি ও অনান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।