উপজেলা প্রেসক্লাব ভালুকা এর দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শাহ মোঃ আকরাম হোসেন সভাপতি ও দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মো: মুশিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ হাজী রফিকুল ইসলাম। অন্যান্য নির্বাচিতরা হলেন আজকালের প্রতিনিধি আশ্রাফ উদ্দিন সহ-সভাপতি, জবাবদিহি প্রতিনিধি আবু তাইয়েব সহ-সাধারণ সম্পাদক, দেশের খবর প্রতিনিধি এস এম মোকছেদ আলম দপ্তর সম্পাদক, আমাদের কন্ঠ প্রতিনিধি মোখছেদুর রহমান মামুন প্রচার ও প্রকাশনা সম্পাদক।
নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের আহ্বায়ক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাহ্ মোঃ আলী আজগর, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিরুনীয়া দাখিল মাদ্রাসার ইংরেজী শিক্ষক মাহবুবুল আলম ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করেন দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আজমল হুদা মাদানী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও মীর গোলাম সাকলাইন ফাহাদ। উক্ত কমিটি কার্যকরী কমিটি পূর্ণাঙ্গ করিবেন।
সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি ও অনান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।