amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টামণ্ডলীর সঙ্গে নোবিপ্রবি শুভসংঘের মতবিনিময়

ক্যাম্পাস প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কালের কণ্ঠ শুভসংঘ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি শুভসংঘের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের সঞ্চালনায় ও সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম স্বাধীন ও আরেক উপদেষ্টা ও কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার নাসের।

মতবিনিময় সভায় উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম স্বাধীন বলেন, শুভ কাজ করা সংগঠন শুভসংঘের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। আমি আশা করি পড়াশোনার পাশাপাশি শুভসংঘের সদস্যরা শুভ কাজের সঙ্গে থেকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমি শারীরিক, মানসিক ও আর্থিক সবদিক দিয়েই শুভসংঘের পাশে থাকব। এসময় তিনি সংগঠনের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে নতুন কমিটির সদস্যরা সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম স্বাধীন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজ মোর্শেদ এবং কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার নাসেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নোবিপ্রবি শুভসংঘের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সহ-সভাপতি নেওয়াজ শরীফ ফাহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পাভেল হোসেন সিনবাদ ও মাহমুদুল হাসান আরাফাত, সাংগঠনিক সম্পাদক সুমন খান, মাসুদ হোসেন, নুর মোহাম্মদ নাঈম ও পার্থ সারথী রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার ও স্মৃতি রায় চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া শাকিল ফকির, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান শান্তসহ
অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ছাড়াও মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।