amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কার্যনিবাহী সদস্য সৈয়দ মোরশেদুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক/সুপার আনোয়ার হোসেনের সঞ্চালনায় ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগর আবাসিক ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আকরাম খান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জ্ঞান,নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে একটি
সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রয়াস সত্যিই প্রশংসার দাবিদার।এখানে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিজ সন্তানের মতো লালন পালন করা হয়’।
প্রধান অতিথির বক্তব্যের পর দুই শতাধিক এতিম ও সুবিধা বঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ এম মকসদুর রহমান চৌধুরী হাসনু। বিশেষ অতিথি ছিলেন- ডাক্তার সৈয়দ সামিয়ুল করিম চৌধুরী, সৈয়দ সাকলাইন মাহমুদ, ইঞ্জিনিয়ার রিয়াদ মোর্শেদ ও জালাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মো: আবুল কাছেম, উপাধ্যক্ষ মোঃ মঈনুদ্দীন, শাফায়াত হোসেন, মুজিবুল হক, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী,রাশেদ আলী
আক্কাছ, হাফেজ আব্দুর রশিদ, হাফেজ মোবারক হোসেন, শিক্ষক রবিউল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আজিজুল ইসলাম সামির। নাতে রাসূল(দ.) ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ও মিশকাত হোসেন। অনুষ্ঠান শেষে মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।