amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মার্চেই মহাকাশে যাচ্ছে বাংলাদেশে তৈরি প্রথম রকেট

আবু হানিফ, নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৮, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এই মার্চেই মহাকাশে যাচ্ছে বাংলাদেশে তৈরি প্রথম রকেট রকেট্রি ইনেভেশন চ্যালেঞ্জ ২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

পুরস্কার হিসেবে বিজয়ী উদ্ভাবক জনাব আজাদুল হককে (ব্রিজ টু বাংলাদেশ) ১ কোটি টাকা এবং উদ্ভাবক নাহিয়ান আল রহমান অলিকে (ধুমকেতু এক্স) ৫০ লাখ টাকার সিডমানি এবং সার্টিফিকেট দেয়া হয়।

আজ ১৮ জানুয়ারি ২০২৩ রাজধানীর বিএএফ শাহীন হলে এটুআই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএইড)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ‍ পলক, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি জিজিপি)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসএমআরএএইউ-এর প্রো-উপাচার্য এয়ার কমোডর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি); এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী এবং এটুআই ইনোভেশন ফান্ড প্রধান নাঈম আশরাফী। এছাড়া এটুআই ও বিএসএমআরএএইড-এর উর্দ্ধাতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।