amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শেখ ফরিদ
মার্চ ১০, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে নোয়াখালীর চাটখিল পৌরসভা ও ৬নং পাঁচগাঁও ইউনিয়নের জনগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০মার্চ) বিকেল সাড়ে ৩টায় চাটখিল উপজেলা পরিষদ চত্বরে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী -১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির,চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল,হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ,পাঁচ গাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমূখ।

বক্তারা বলেন,যখন কোন দূর্যোগ আসে,সে সময় আওয়ামী লীগের নেতারা আপনাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকায় মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে আশা ব্যক্ত করেন।চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনে পর্যায়ক্রমে ২০হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হবে।

আগামী নির্বাচনে চাটখিল-সোনাইমুড়ী আসন থেকে অনেকে নৌকা প্রতীক চাইবে তাদের মধ্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির একজন প্রার্থী। তিনি যদি দলীয় মনোনয়ন পান, তা হলে আপনারা তাকে নির্বাচিত করবেন। একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, করোনা কালীন সময়ে, প্রাকৃতিক দূর্যোগে , রমজানে ইফতার সামগ্রী, ঈদ উৎযাপনের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জাহাঙ্গীর কবির বার বার আপনাদের পাশে রয়েছেন আগামীতেও থাকবেন।

অপরদিকে,শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার পাঁচ গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।