জমজমাট ফাইনালে ১২ ব্যাচের মসিউরের গোলে এনপিএল ফুটবল ২০২৩ এর নতুন চ্যাম্পিয়ন এফসি ভ্যাঙ্কুইসার। আজ ৯ অক্টোবর ২০২৩ নিটার প্লে গ্রাউন্ডে ফুটবলের এবারের মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে নতুন চ্যাম্পিয়ন এফসি ভেঙ্কুইশার।
খেলার শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমিয়ে তোলে দুদলের খেলোয়াড়গন। সবার মাঝেই ছিলো ফাইনালের বারতি আমেজ। তবে ভেঙ্কুইশার এর খেলোয়াড়রা আস্তে আস্তে আধিপত্য নিতে থাকে ম্যাচের। এই আধিপত্যকে পূজি করে ম্যাচের শুরুতেই নিজেদের জয় সূচক গোল করে এফসি ভেঙ্কুইশার। পরে টেক্সকর্পিয়ন অনেক চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি।
ফাইনালে একমাত্র গোল করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বনে যায় ১২ ব্যাচের মসিউর। অন্যদিকে এবারের এনপিএল এর সর্বোচ্চ গোলদাতা টেক্সকর্পিয়নের ১০ম ব্যাচের সঞ্জয় সেরা গোলকিপার ও একই দলের একই ব্যাচের আফনান।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের ক্যাপ্টেনদের হাতে ট্রফি তুলে দেয় নিটারের এলুমনি ব্যাচের শিক্ষার্থীরা। দিন শেষে মাঠে ও মাঠের বাইরের সকল আনন্দ ঘনিভুত হয় এক বিন্দুতে। নিটারের ৯ম ব্যাচ রয়েছে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের ক্রান্তিলগ্নে। তাই তাদের কন্ঠে ভেসে আসে মন খারাপের সুর। এফসি ভেঙ্কুইশার এর অধিনায়ক ৯ম ব্যাচের মাসুম তার অনুজদের জানায় শুভকামনা। এবং জয়ের আনন্দ ভাগ করে নেয় সবার সাথে।