আজ থেকে শুরু হচ্ছে নিটার প্রিমিয়ার লিগ ২০২৩ ফুটবলের সেমিফাইনাল মহারন। আজ ৫ অক্টোবর জেন প্রেডেটরস আর টেক্স কর্পিয়নস এর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে সেমিফাইনালের লড়াই শুরু হবে। এবারের এনপিএলের অন্য দুই সেমিফাইনালিস্ট এফসি ভেঙ্কুইসার আর এফসি ফ্রাইটস।
গ্রুপ পর্বের সমীকরণ আর কোয়ার্টার ফাইনালের ডু অর ডাই পরিস্থিতি পার করে দলগুলো জাইগা করে নেই সেমিফাইনালে। প্রত্যেক দলের মধ্যেই আছে ফাইনালে যাওয়ার এবং ট্রফি উচিয়ে ধরার আকাঙখা।
গতবারের চ্যাম্পিয়ন এফসি নোলাকে গ্রুপ পর্বে থমকে দেয়া টেক্স কর্পিয়নের বড় ভরসা হতে পারেন নিটার ১০ম ব্যাচের সাগর ও গোল কিপার আফনান। অন্যদিকে এনপিএল এর সবথেকে সফল স্পিটফায়ারকে কোয়ার্টার ফাইনালে আটকে দেয়া জেনের বড় শক্তি হতে পারে নবাগত জিসান (নিটার ১২ ব্যাচ), প্রণয় (নিটার ১১ ব্যাচ) এবং অধিনায়ক তানভীর আদনানের ( নিটার ৯ম ব্যাচ) মতো গোলকিপার।
দুদলই ম্যাচের আগের দিন ঝালিয়ে নিয়েছে নিজেদের শেষ বারের মতো। এখন নিটারের সবার চোখ থাকবে মাঠে কে জিতবে এবং এগিয়ে যাবে আর একধাপ ট্রফি জয়ের দিকে।