amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এনপিএল-২৩ এর সেমিফাইনাল দামামা বেজে উঠেছে

নিটার প্রতিনিধি::
অক্টোবর ৫, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

আজ থেকে শুরু হচ্ছে নিটার প্রিমিয়ার লিগ ২০২৩ ফুটবলের সেমিফাইনাল মহারন। আজ ৫ অক্টোবর জেন প্রেডেটরস আর টেক্স কর্পিয়নস এর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে সেমিফাইনালের লড়াই শুরু হবে। এবারের এনপিএলের অন্য দুই সেমিফাইনালিস্ট এফসি ভেঙ্কুইসার আর এফসি ফ্রাইটস।

গ্রুপ পর্বের সমীকরণ আর কোয়ার্টার ফাইনালের ডু অর ডাই পরিস্থিতি পার করে দলগুলো জাইগা করে নেই সেমিফাইনালে। প্রত্যেক দলের মধ্যেই আছে ফাইনালে যাওয়ার এবং ট্রফি উচিয়ে ধরার আকাঙখা।

গতবারের চ্যাম্পিয়ন এফসি নোলাকে গ্রুপ পর্বে থমকে দেয়া টেক্স কর্পিয়নের বড় ভরসা হতে পারেন নিটার ১০ম ব্যাচের সাগর ও গোল কিপার আফনান। অন্যদিকে এনপিএল এর সবথেকে সফল স্পিটফায়ারকে কোয়ার্টার ফাইনালে আটকে দেয়া জেনের বড় শক্তি হতে পারে নবাগত জিসান (নিটার ১২ ব্যাচ), প্রণয় (নিটার ১১ ব্যাচ) এবং অধিনায়ক তানভীর আদনানের ( নিটার ৯ম ব্যাচ) মতো গোলকিপার।

দুদলই ম্যাচের আগের দিন ঝালিয়ে নিয়েছে নিজেদের শেষ বারের মতো। এখন নিটারের সবার চোখ থাকবে মাঠে কে জিতবে এবং এগিয়ে যাবে আর একধাপ ট্রফি জয়ের দিকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।