আগামীকাল ৯ অক্টোবর, ২০২৩ বিকাল ২.৩০ মিনিটে শুরু হবে নিটার প্রিমিয়ার লিগ ২০২৩ ফুটবলের ফাইনাল মহারন। আজ ৮ অক্টোবর এফসি ফ্রাইটসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে শেষ দল হিসেবে ফাইনালে জাইগা করে নেই এফসি ভেঙ্কুইশার। এর আগে ৫ অক্টোবর জেন প্রেডিয়েটরস কে ৩-১ ব্যাবধানে হারিয়ে ফাইনালের টিকিট আগেই কনফার্ম করে রেখেছে টেক্স কর্পিয়ন।
কাল বিকেলে নিটার প্লে গ্রাউন্ডে জমজমাট ফাইনালের অপেক্ষায় এখন সকল নিটারয়ান। দুদলের সমর্থকরা অপেক্ষায় আছে প্রথমবার শিরোপা উচিয়ে ধরার অপেক্ষায়।
একদিকে টেক্সকর্পিয়নের ভরসা ৯ম ব্যাচের বরাত, ১০ম ব্যাচের সঞ্জয়, সাগর, আফনান ও ১২ ব্যাচের তরুন তুর্কী রাফি বিশ্বাস। অন্যদিকে এফসি ভেঙ্কুইশার এ ৯ম ব্যাচের মাসুম, হিমেল রানা ১০ ব্যাচের তাপস, ১২ ব্যাচের সোপান হতে পারে বড় ভরসা।
দিন শেষে একটা উত্তেজনা পূর্ণ ফাইনালের অপেক্ষায় নিটারিয়ানরা। সবাই যে যার মতো দিচ্ছেন প্রেডিকশন। এখন দেখা যাক কার হাতে উঠে এবারের এনপিএল এর সোনালী ট্রফি।