amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এমবাপ্পে-কে ১০০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব

মুক্তকণ্ঠ স্পোর্টস ডেস্ক:
জুলাই ২১, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কিলিয়ান এমবাপ্পে থাকতে চান না প্যারিস সেন্ট জার্মেইতে। আগামী বছরের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন চলছে। তবে পিএসজি তাকে রেখে দিতে চায়। শেষ চেষ্টা হিসেবে তারা ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।

ডিফেন্সা সেন্ট্রাল এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে এই অভাবনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী তারকা এই চুক্তিতে সই করলে ৩৪ বছর পর্যন্ত ক্লাবে থাকবেন। আজীবনের চুক্তি হিসেবেও ধরা হচ্ছে একে। আর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া চুক্তি হতে যাচ্ছে এটি।

অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেয়া হবে।

 

সূত্র: দৈনিক সাহস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।