amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এমভি ফারহান-৪ লঞ্চের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় ২১ সেপ্টেম্বর ও স্যাটেলাইট টেলিভশন আরটিভিতে ২০ সেপ্টেম্বর “মনপুরায় লঞ্চে হামলা, আহত ৫” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে তাসরিফ-১ লঞ্চের স্টাফদেরকে ফারহান-৪ লঞ্চের স্টাফ কর্তৃক পিটিয়ে আহত করার অভিযোগ আনা হয়। এব্যাপারে এক প্রতিবাদলিপির মাধমে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এমভি ফারহান-৪ লঞ্চ কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপি ও স্থানীয় আহত ব্যবসায়ী-মোকামিদের সূত্রে জানা যায়, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহল সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে ফারহান লঞ্চ কর্তৃপক্ষকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে।

এব্যাপারে আহত ব্যবসায়ী মোঃ ছানাউল্লাহ ও ওসমান, বলেন , গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১ টায় মনপুরার রামনেওয়াজ ঢাকার লঞ্চ ঘাটে ফারহান-৪ লঞ্চে মাছের ঝুড়ি উঠাচ্ছিলো মোকামিরা। এসময় হাতিয়া থেকে ছেড়ে এসে ফারহান-৪ লঞ্চের পাশেই ঘাট দেয় তাসরিফ লঞ্চ। টার্মিনালে থাকা  একটি মাছের ঝুড়ি ব্যবসায়ীরা ফারহান লঞ্চে ওঠাতে গেলে তাসরিফ লঞ্চের স্টাফরা বাধা দেয়। কথাকাটির একপর্যায়ে মাছ মোকামিদেরকে মারধর শুরু করে তাসরিফ-১ লঞ্চের স্টাফরা। ততক্ষনে ফারহান-৪ লঞ্চটি ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্য চলে যায়। এখবর শুনে আমরা তাদের সাথে কথা বলতে গেলে তাসরিফ-১ লঞ্চের স্টাফরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা বেদম মারধর করে আমাদেরকে রক্তাক্ত ও জখম করে। এতে অন্তত ৮ জন আহত হয়। উক্ত ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে মনপুরা থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

এব্যাপারে আহত মোকামি রিয়াজ, শরীফ, শিপন, শরিফ-২, শামীম জানান, আমাদের সকল মাছের ঝুড়ি আমরা ফারহান-৪ লঞ্চে উঠাই।  বাকি ছিলো একটা ঝুড়ি। সেটা ওঠাতে গেলে তাসরিফ-১ লঞ্চের স্টাফরা বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা আমাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর করে জখম করে।

এব্যাপারে এমভি ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার মোঃ ফারুক গাজী বলেন, তাসরিফ-১ লঞ্চটি ঘাট দেয়ার পর মাছের ঝুড়ি ওঠাতে মোকামিদেরকে বাধা দেয়। তখনই ফারহান-৪ লঞ্চটি মনপুরা লঞ্চঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে জানতে পারলাম, তাসরিফ লঞ্চের স্টাফরা মাছ ব্যবসায়ী ও মোকামিদেরকে মারধর করে। উক্ত ঘটনায় আমার বা ফারহান নেভিগেশন কোম্পানীর কোনপ্রকার সম্পৃক্ততা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।