amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এম আর সাংস্কৃতিক একাডেমির ৪র্থ বর্ষ উদযাপন

এম রাসেল সরকার:
জুলাই ২২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

এম আর সাংস্কৃতিক একাডেমির ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমিতে সাংস্কৃৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

গতকাল ২১ জুলাই সন্ধা ৭ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সাংস্কৃতিক সংগঠন এম আর সাংস্কৃতিক একাডেমির ৪র্থ বর্ষ পালন ও আলোচনা সভায় দৈনিক যোদ্ধার পত্রিকার ভারপ্রাপ্ত সস্পাদক মামুর রশিদ সুমনের সভাপতিত্বে ও সাংবাদিক মিকাইল ইসলাম রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী তোলারাম কলেজের সাবেক জিএস, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

প্রধান আলোচক দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ নাট্যকর্মি জোট এর সভাপতি মোঃ শাহজাহান। সংগীত সন্ধায় গুনিশিল্পী জান্নাত রুবির সম্মানার্থে অনুষ্ঠানে একক সংগীত পরিবেশ করেন রিয়া খান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন সকলকেই সাস্কৃতিক মনা হতে হবে সেই সাথে সমাজে ভালো কাজও করতে হবে। তিনি আরো বলেন আমরা যে খানেই যে ধারাতেই থাকিনা কেন সাংস্কৃতিক জগৎকে টিকিয়ে রাখতে হবে এবং বিনোদনমুলক ভালো ভালো অনুষ্ঠান করতে হবে প্রয়োজনে আমিও সহযোগিতা করবো।

প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন প্রতিটি মানুষের বিনোদনের প্রয়োজন আছে সেই সাথে সংস্কৃতি তথা সংগীত সংগঠন গুলোকে টিকিয়ে রাখতে বিনোদন মুলক অনুষ্ঠান করতে হবে। চলচিত্র আবার ঘুরে দাড়াবে যদি দর্শক চাই। দর্শক ও শ্রোতাদের মন জয় করেই বিনোদন মুলক অনুষ্ঠান গুলো পরিচালিত হয় তাই সুস্থ ধারায় একদিকে ছবি নির্মান অন্যদিকে ভালো ভালো সংগীতের গান তৈরি হলেই আবার আমাদের দেশে বিনোদনের সমাহার ঘটবে। সভায় পবিত্র কোর থেকে তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।