২৬ মে, ২০১৪ তারিখে দেশের সুপরিচিত এবং রপ্তানিমুখী গার্মেন্টস প্রস্তুতকারক এ.কে.এইচ গ্রুপের তিন সদস্যের প্রতিনিধি দল সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ তথা নিটার ক্যাম্পাস পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এ.কে.এইচ গ্রুপ এবং নিটারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ খুঁজে বের করা।
প্রতিনিধি দলে ছিলেন শ্রীলঙ্কার আরুনা উইজেরাথনে, চিফ হিউম্যান রিসোর্স অফিসার; মোঃ রাশেদ খান, সিনিয়র ম্যানেজার (এইচআরডি); এবং মোঃ রাজিব হোসেন, সিনিয়র অফিসার (এইচআরডি)। তারা নিটারের শিক্ষার্থীদের জন্য শিল্প পরিদর্শন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ প্রদান নিয়ে আলোচনা করেন। এছাড়াও, প্রতিনিধি দলটি নিটারিয়ানদের চাকরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার বা ওয়ার্কশপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
নিটারের সম্মানিত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জুনায়েবুর রশিদ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং শক্তিশালী ও কার্যকর শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতার জন্য তার উৎসাহ প্রকাশ করেন। এছাড়াও ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন এন্ড এপেরাল ইঞ্জিনিয়ারিং ও ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সিআরআইআরের আহ্বায়কও সভায় যোগ দেন। প্রতিনিধি দলের এই সংক্ষিপ্ত সফর বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শনের মাধ্যমে শেষ হয়।