ঈদুল আজহায় মুক্তির পর থেকে ‘প্রিয়তমা’র প্রেক্ষাগৃহ সফর এখনও চলছে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও ছবিটির সাড়া চমকপ্রদ। মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে।
বায়োস্কপের ফেসবুক পেজে এরইমধ্যে শুরু হয়েছে ‘প্রিয়তমা’র প্রচারণা। ছবিটির পোস্টার প্রকাশ করে লেখা হয়েছে, ‘আবারও ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা!’ এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘ছবিটি বায়স্কোপে মুক্তি পাচ্ছে শিগগিরই।’
কোরবানি ঈদে দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। হলে রীতিমতো তাণ্ডব চালিয়েছে এ ছবি। পরে দেশের বাইরেও মুক্তি দেওয়া হয়। সেখানেও পেয়েছে দর্শকের সমাদর। সপ্তম সপ্তাহে এসেও দেশের অর্ধশত সিনেমা হলে চলছে সিনেমাটি।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।
সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।